ঢাকা, বুধবার, অক্টোবর ৮, ২০২৫

বাংলা ও ডিজিটাল শিক্ষা সফটওয়্যার

বিজয় বায়ান্নো পরিচিতি

বিজয় বায়ান্নো-এর উইন্ডোজ সংস্করণ হচ্ছে একটি বাংলা সফটওয়্যার। এতে সম্ভাব্য ও প্রচলিত এনকোডিং ব্যবহার করে বাংলা লেখার সুযোগ আছে। এতে আছে বর্তমান ও আগামী দিনের অতি প্রয়োজনীয় দুই ধারার এনকোডিং দিয়ে বাংলা লেখার সুবিধা। এগুলো হলো বিজয় ক্লাসিক এবং ইউনিকোড। উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন, এইট ও উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের ৩২ ও ৬৪ বিটের জন্য স্বল্পমূল্যে বিজয় বায়ান্নো বাজারজাত করা হয়েছে। বিজয় বায়ান্নো দিয়ে ASCII এবং UNICODE উভয় এনকোডিং-এ লেখা যায়। উভয় এনকোডিং-এ রয়েছে বিজয় কীবোর্ড ব্যবহার করার সুযোগ। বিজয় ২০০৩ থেকে বিজয় বায়ান্নোতে কনভার্ট করার এবং বিজয় বায়ান্নো থেকে ২০০৩-এ ডাটা রূপান্তর করার কনভার্টার রয়েছে এতে। এ সফটওয়্যারটিতে রয়েছে প্রয়োজনীয় ASCII এবং ইউনিকোড ফন্ট।