বাংলা কী বোর্ড ও সফটওয়্যার
কম্পিউটারের সহায়তায় প্রেজেন্টেশন করা আজকাল খুবই জনপ্রিয়। লেখা, ছবি, শব্দ, ভিডিও ইত্যাদি ব্যবহার করে কোন সেমিনার, ওয়ার্কশপ, ক্লাশরুম বা সভায় চমৎকার প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার পাওয়ার পয়েন্ট। বিজয় পাওয়ার পয়েন্ট শেখায় রয়েছে পাওয়ার পয়েন্ট শেখার অনেকগুলো ভিডিও। ভিডিওগুলো দিয়ে এইসব কাজ কেমন করে করতে হয় সেটি শেখা যায়। মূল্য : ২০০ টাকা।