বাংলা কী বোর্ড ও সফটওয়্যার
ছবি সম্পাদনা, গ্রাফিক্স তৈরী ও নানা কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে। এই সফটওয়্যারটিতে ভিডিওর সাহায্যে ফটোশপের প্রায় সকল কাজ শেখার ব্যবস্থা রয়েছে। অনেকগুলো ভিডিও থেকে বাছাই করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয়টি। বলতে গেলে ফটোশপ বিশেষ ভাবে বা পেশাদারীভাবে আয়ত্ত্ব করার জন্য এই সফটওয়্যারটি বিশেষভাবে কার্যকর। মূল্য : ২০০ টাকা।